বাহরাইন ম্যাচের আগে তিন গোলকিপারের বাড়তি প্রস্তুতি

১ সপ্তাহে আগে
উইমেন্স এশিয়ান কাপ বাছাই খেলতে বাংলাদেশ দল এখন আছে মিয়ানমার। ২৯ জুন বাহরাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে আফঈদা-ঋতুপর্ণারা। এ ম্যাচ সামনে রেখে অবশ্য আঁটঘাট বেঁধে প্রস্তুতি নিচ্ছেন দুইবারের উইমেন্স সাফ জয়ী গোলকিপার রুপনা চাকমা। দলের বাকি দুই গোলকিপার স্বর্ণা রানী মন্ডল এবং মিলি আক্তারও প্রস্তুতি নিচ্ছেন ভালোভাবেই।

মিয়ানমারের ইয়াংগুনে শুক্রবার (২৭ জুন) অনুশীলনে ঘাম ঝরিয়েছেন ঋতুপর্ণারা। বাড়তি অনুশীলন করেছেন স্কোয়াডে থাকা তিন গোলকিপারও। দলের প্রধান গোলকিপার রুপনার পাশাপাশি বাকি দুই গোলকিপারকেও প্রস্তুত রাখছেন পিটার বাটলার।   

 

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাহরাইনের অবস্থান ৯২তম, বাংলাদেশ ১২৮তম। স্বাভাবিকভাবে র‌্যাঙ্কিংয়ে ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনের আক্রমণভাগ নিয়ে সতর্ক বাংলাদেশ দল। তবে নিজের সামর্থ্যে আস্থার কোনো কমতি নেই দুইবারের সাফ জয়ী রুপনার। 

 

আরও পড়ুন: বরখাস্ত হলেন হামজাদের প্রধান কোচ

 

‘আমরা দেশবাসীর কাছে দোয়া চাই। আমরা যেনো চ্যাম্পিয়ন হতে পারি। গোলকিপার হিসেবে আমার দায়িত্ব গোল সেভ করা, দলকে উদ্বুদ্ধ করা, সেটা করতে চাই।’ 

 

রুপনা বাংলাদেশের পোস্টে প্রথম পছন্দ, সেক্ষেত্রে আরেক গোলকিপার মিলি আছেন সুযোগের অপেক্ষায়। অন্য আরেক গোলকিপার স্বর্ণা প্রথম ম্যাচে ভালো কিছু করতে আত্মবিশ্বাসী। 

 

‘আজকে আমরা তৃতীয় ট্রেনিং সেশন করলাম। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। খেলোয়াড়দের সবার কন্ডিশন ভালো। কোচ আমাদের যেভাবে নির্দেশনা দিয়েছেন, সে অনুযায়ী কাজ করেছি। আমাদের প্রথম ম্যাচ বাহরাইনের বিপক্ষে, ইনশাল্লাহ আমরা ভালো কিছু করবো। আমাদের জন্য দোয়া করবেন।’ 

 

আরও পড়ুন: ৩০০ গোলে মেসি-রোনালদো-এমবাপ্পের চেয়েও দ্রুততম হল্যান্ড

 

দলের তিনজন গোলকিপারের প্রস্তুতি নিয়ে খুশি গোলকিপিং কোচ মাসুদ আহমেদ উজ্জ্বল। সাফ চ্যাম্পিয়নশিপের গত দুই আসরে সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন রুপনা। তবে উজ্জ্বলের লক্ষ্য, তার শিষ্যদের এশিয়ার মানে উন্নত করা। 

 

‘এখানকার আবহাওয়ার সাথে আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। খেলার জন্য আমাদের যে সকল টেকনিক, ট্যাকটিকস দরকার, সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি। নিজেদের দুর্বলতা নিয়ে কাজ করছি। বিশেষ করে আমার গোলকিপারদের নিয়ে......এশিয়ান পর্যায়ে যে ধাঁচের পারফরম্যান্স দরকার, চেষ্টা করছি, রুপনা ও বাকিদের সেভাবে তৈরি করার।’

]]>
সম্পূর্ণ পড়ুন