মালেতে অনুষ্ঠিত এশিয়ান বাস্কেটবলের বয়সভিত্তিক টুর্নামেন্টটিতে বাংলাদেশ এবং স্বাগতিক মালদ্বীপ ছাড়াও অংশ নিয়েছে ভারত ও শ্রীলঙ্কা। ছেলেদের পাশাপাশি বাংলাদেশ নারী অণূর্ধ্ব-১৯ দলও খেলেছে সেখানে। তবে তাদের ফিরতে হচ্ছে পদক ছাড়াই।
ছেলেদের মতোই একই প্রতিপক্ষের বিপক্ষে একই দিনে ব্রোঞ্জের লড়াইয়ে নেমেছিল মেয়েরা। তবে স্বাগতিক দলের কাছে ৮৬-২২ এর বিশাল ব্যবধানে হেরেছে তারা। অন্যদিকে, ছেলেদের লড়াইয়ে একই প্রতিপক্ষকে ৭৫-৪২ পয়েন্ট ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ২৪ পয়েন্ট এনে দেন সান মুরং। তার পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ পয়েন্ট আফ্রিদির। বাংলাদেশ দল গতকালও মালদ্বীপকে গ্রুপ পর্বের রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে হারিয়েছিল।
অনূর্ধ্ব-১৬ পর্যায়ে মেয়েদের এটিই প্রথম কোনো টুর্নামেন্টে অংশগ্রহণ। তবে তেমন কোনো আশার আলো দেখাতে পারেননি তারা। গ্রুপ পর্বের তিনটি ম্যাচই অনেক বড় ব্যবধানে হেরেছেন। এর মধ্যে ভারতের বিপক্ষে হারের ব্যবধান ছিল ১২৪ পয়েন্ট।
অবশ্য এই হারে মেয়েদের দায় খুব সামান্যই। কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে বাস্কেটবল সবচেয়ে উপেক্ষিত একটি খেলা। ফেডারেশনের নেই কার্যালয়, খেলার নেই কোর্ট। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অংশগ্রহণই কষ্টসাধ্য। সেখানে একটি ব্রোঞ্জ পদককে বেশ বড় অর্জনই বলা চলে।
]]>