সকাল থেকে বাসার পাশ থেকে ভেসে আসছিল দুর্গন্ধ। প্রথমে কোরবানির বর্জ্যের গন্ধ ভাবলেও ক্রমেই তা বাড়তে থাকে। সন্দেহ হয় বাসার মালিকের। বিকেলে সীমানাপ্রাচীর ঘেঁষা পরিত্যক্ত স্থান থেকে মিলে সত্তর বছর বয়সী এক নারীর পচন ধরা মরদেহ।
খবর পেয়ে সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকার পাসপোর্ট অফিস সংলগ্ন ব্যাংক কর্মকর্তা মাসুদুজ্জামানের বাসার নিচের পরিত্যক্ত স্থান থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ধগলিত মরদেহটি দেখে চেনার কোনো উপায় ছিল না।
আরও পড়ুন: কর্মজীবী মহিলা হোস্টেল থেকে ব্যাংক কর্মকর্তা রিয়ার মরদেহ উদ্ধার
অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল্-মামুন জানান, হত্যার পর ওই নারীর মরদেহ ফেলে রেখে গেছে ঘাতকরা, এমনটা ধারণা করা হচ্ছে। রহস্য উদঘাটনে চলছে তদন্ত।
এদিকে মরদেহ উদ্ধারের পর পরনে থাকা কাপড় দেখে বৃদ্ধার মরদেহ শনাক্ত করেছে তার পরিবার। নিহত জোবেদা খাতুন ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী মধ্যপাড়া আকন্দবাড়ি এলাকার মৃত সাহেব আলীর স্ত্রী। ঈদুল আজহার দিন থেকে নিখোঁজ ছিলেন জোবেদা।