শনিবার (০২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো ওয়াসা রোডে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা ছেলে মো. আকাশ জানান, তাদের বাসা সবুজবাগ মানিকদিয়ায়। সেখানে তাদের স্থানী বাড়ি। বাড়িতে দুগ্ধখামার রয়েছে তাদের। সেখান থেকে উৎপাদিত দুধ এলাকার বিভিন্ন বাসায় সরবরাহ করেন তার বাবা নিজে।
আরও পড়ুন: লাউয়াছড়া জাতীয় উদ্যানে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
তিনি জানান, সকাল থেকে বিভিন্ন বাসায় দুধ বিক্রি করে ফিরছিলেন বাবা। বেলা সাড়ে ১১টার দিকে বাসাবো ওয়াসা রোডে হেঁটে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাকে পেছন থেকে ধাক্কা দেয়। গুরুতর আহত হন তিনি। খবর পেয়ে তাকে প্রথমে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান অবস্থার অবনতি হলে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। তবে চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
]]>