বাস মালিকদের দ্বন্দ্বে ময়মনসিংহে সব রুটে বাস চলাচল বন্ধ

৬ দিন আগে
ইউনাইটেড বাস সার্ভিসের কাউন্টারে হামলা ও ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ থেকে সব রুটে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে মাসকান্দা বাস টার্মিনালে এ ঘটনা ঘটলে বিকেল থেকে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে প্রায় ৫০ জন দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে মাসকান্দা বাস টার্মিনালে প্রবেশ করে ইউনাইটেড বাস সার্ভিসের টিকিট কাউন্টার ভাঙচুর করে গুঁড়িয়ে দেয়। হঠাৎ এ হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাউন্টার বন্ধ হয়ে যাওয়ায় অনেক যাত্রী টিকিট কেটেও গন্তব্যে যেতে পারেননি।

 

ঘটনার পর বিকেল ৪টা থেকে ময়মনসিংহ থেকে শেরপুর, নেত্রকোনা, জামালপুর, টাঙ্গাইল ও কিশোরগঞ্জসহ সব রুটে বাস চলাচল বন্ধ করে দেয় পরিবহন মালিকরা। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন এবং নগরজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

 

আরও পড়ুন: ময়মনসিংহ নগরে ভাসমান হকার-অবৈধ দোকান উচ্ছেদে টাস্কফোর্সের অভিযান

 

এ দিন সন্ধ্যায় নগরের চায়না মোড় এলাকায় আটকা পড়া যাত্রী মিজানুর রহমান বলেন, ‘আমি ঈশ্বরগঞ্জ থেকে ডাক্তার দেখাতে এসে আটকা পড়েছি। এক ঘণ্টা অপেক্ষা করার পর অবশেষে হেঁটে শহরের দিকে রওনা হয়েছি।’

 

এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, ‘বাস মালিকদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটেছে। কারো গাড়ি বেশি চলে, কারো গাড়ি কম চলে, এ নিয়ে হামলার পর বাস চলাচল বন্ধ রয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন