বাস-ট্রাক সংঘর্ষে ইবি শিক্ষার্থী নিহত

৩ সপ্তাহ আগে
কুষ্টিয়ায় বাস ও ট্রাকের সংঘর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) সকালে কুষ্টিয়া থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে বিত্তিপাড়া এলাকায় দুর্ঘটনার শিকার হন রাশেদ। 

 

নিহত শিক্ষার্থীর নাম রাশেদুল ইসলাম। তিনি আরবি ভাষা ও সাহিত্য বিভাগের স্নাতক ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র এবং সদ্য স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তার বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায়।

 

পুলিশ জানায়, শ্যামলী পরিবহনের একটি বাসে ইঞ্জিন কাভারের ওপর বসা অবস্থায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

আরও পড়ুন: কক্সবাজারে বাস-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

 

রাশেদের সহপাঠীরা জানান, রাশেদ রাতের ট্রেনে জয়পুরহাট থেকে পোড়াদহ আসেন এবং সেখান থেকে কুষ্টিয়া হয়ে ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা দেন। তিনি শ্যামলী পরিবহনের বাসে ইঞ্জিন কাভারে বসেছিলেন। বিত্তিপাড়ায় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগলে তিনি পড়ে গিয়ে মারাত্মক আহত হন।

 

নিহতের সহপাঠী তানভির মাহমুদ বলেন, ‘রাশেদের মুখের চোয়াল কয়েক টুকরো হয়ে গিয়েছিল, প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালে আনার পরও কিছুক্ষণ তার জ্ঞান ছিল। কিন্তু আধা ঘণ্টা পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন