‘বালক’ হিসেবে টটেনহ্যামে ঢোকা সন দল ছাড়ছেন ‘পুরুষ’ হয়ে

১ সপ্তাহে আগে
টটেনহ্যামে নাম লেখানোর আগে দুটি ইউরোপিয়ান ক্লাবের প্রতিনিধিত্ব করা সন হিউং-মিনকে কজন চিনতেন? তার বলয়ের ভেতরের লোকজন বাদে সংখ্যাটা খুব বড় হওয়ার কথা নয়। আর এখন?

সন ২০১৫ সালে লেভারকুসেন ছেড়ে টটেনহ্যামে নাম লিখিয়েছিলেন। তখন তার বয়স ছিল ২৩ বছর। নর্থ লন্ডনের ক্লাবটিতে এক দশক কাটিয়ে দিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জনের পর নতুন গন্তব্যে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, টটেনহ্যাম ছাড়ার প্রাক্কালে সন এখন এশিয়ার সেরা ফুটবলারদের একজন।


প্রাক-মৌসুমের ম্যাচ খেলতে টটেনহ্যামের সঙ্গে সন এখন নিজের দেশ দক্ষিণ কোরিয়ায়। সিওল ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আগামীকাল নিউক্যাসলের মুখোমুখি হবে তার দল। ওই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দল ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ান ফুটবলার। সন বলেন, ‘সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য খুবই কঠিন ছিল। কিন্তু এটা সঠিক সময়। আশা করি সবাই আমার দিকটা বুঝবে, মতামতকে শ্রদ্ধা করবে।’


সন এক দশকে টটেনহ্যামে সাড়ে চারশর বেশি ম্যাচ খেলেছেন। চতুর্থ সর্বোচ্চ ১৭৩ গোল করে তিনি এখন টটেনহ্যাম কিংবদন্তি। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১০১টি। সন মনে করছেন টটেনহ্যামে এই লম্বা সময়ে নিজেকে পরিণত করেছেন। তিনি বলেন, ‘২৩ বছর বয়সে বালক হিসেবে আমি টটেনহ্যামে এসেছিলাম। ওই বালক ইংরেজি বলতে পারত না। এখন দল ছাড়ছে পরিণত পুরুষ হিসেবে। এটা গর্বের বিষয়।’


আরও পড়ুন: মেসির সঙ্গে একই ক্লাবে খেলার স্বপ্নপূরণ করতেই মায়ামিতে ডি পল

আরও পড়ুন: বিশ্বকাপে নিষিদ্ধ হতে পারেন ব্রাজিলের সমর্থকরা


জার্মানির হামবার্গার ও লেভারকুসেনে খেলে সন দলগতভাবে কিছুই জিততে পারেননি। তার টটেনহ্যাম অধ্যায়ও ‘শূন্য’ অর্জনে শেষ হতে পারত। প্রথম ৯ বছর স্পার্সদের ডেরায় কিছুই জিততে পারেনি। যার অবসান ঘটে গত মৌসুমে উয়েফা ইউরোপা লিগ জয়ের মধ্য দিয়ে। চ্যাম্পিয়ন্স লিগ ও কারাবো কাপে টটেনহ্যাম একবার করে রানার্সআপ হয়েছিল।


টটেনহ্যাম ছাড়ার ঘোষণা দেওয়া সন কোথায় যাবেন? একাধিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন বলছে, ইউরোপ ছেড়ে লিওনেল মেসিদের লিগে যোগ দেবেন তিনি। তার প্রতি আগ্রহ আছে মেজর লিগ সকারের দল লস অ্যাঞ্জেলস এফসির। কানাডিয়ান মালিকানাভিত্তিক গণমাধ্যম গিভ মি স্পোর্টসের একটি প্রতিবেদন বলছে, লস অ্যাঞ্জেলস সনের সঙ্গে সমঝোতায় পৌঁছতে দক্ষিণ কোরিয়ায় একটি প্রতিনিধি দল পাঠিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন