এস্তেভাও-ও টিনএজার। চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার মুখোমুখি দেখায় চেলসির ৩-০ গোলের জয়ের ম্যাচে তার পারফরম্যান্সের ছায়ায় পড়ে গেছেন ইয়ামাল। ম্যাচে এস্তেভাও একটি গোল করেন রিস জেমসের কাছ থেকে পাস পেয়ে, দুজনকে কাটিয়ে বুলেট গতির শটে। এই গোলের পরই ক্যামেরা খুঁজে নেয় ইয়ামালকে, দুজনের বয়সই ১৮।
এই গোল দিয়ে এস্তেভাও দারুণ একটি রেকর্ডে নাম লিখিয়েছেন। টিনএজার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে টানা তিন ম্যাচে গোল করা তৃতীয় ফুটবলার তিনি। আয়াক্সের বিপক্ষে প্রথম গোল পেয়েছিলেন তিনি, এরপর করেন কারাবাগের বিপক্ষে। এস্তেভাও যে রেকর্ডে ঢুকেছেন, সেই রেকর্ডের অন্য দুজন কে জানেন? রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে ও ম্যানচেস্টার সিটির আরলিং হল্যান্ড।
আরও পড়ুন: জানা গেল কবে ও কোথায় হবে রোনালদোর বিয়ের অনুষ্ঠান
এই তিনজনের মধ্যে এস্তেভাও রেকর্ডে নাম লিখিয়েছেন দ্বিতীয় সর্বকনিষ্ঠ হিসেবে। তার বর্তমান বয়স ১৮ বছর ২১৫ দিন। মোনাকোর হয়ে প্রথম তিন ম্যাচে গোল করার সময় এমবাপ্পের বয়স ছিল সর্বনিম্ন—১৮ বছর ১১৩ দিন। আরবি সালসবুর্গের হয়ে হল্যান্ড প্রথম তিন ম্যাচে গোল করেছিলেন ১৯ বছর ১০৭ দিন বয়সে।
কেউ একটু ভালো খেললেই মেসি ও রোনালদোর সঙ্গে তুলনা করা হয়। এস্তেভাও ও ইয়ামালের ক্ষেত্রে এটা ঠিক হবে না বলে মনে করেন মারেস্কা। তিনি বলেন, ‘সে ও ইয়ামাল খুব তরুণ, ১৮। এখনই ওদের মেসি ও রোনালদো সম্পর্কে কথা শুরু হলে আমার মনে ওদের জন্য চাপ হয়ে যাবে। ওদের এখন উপভোগ করা উচিত।’

১ সপ্তাহে আগে
২





Bengali (BD) ·
English (US) ·