বাভুমার সেঞ্চুরি-দ্বিশতকের পথে রিকেলটন, রানপাহাড়ে উঠছে প্রোটিয়ারা

৪ সপ্তাহ আগে
পাকিস্তানের বিপক্ষে কেপটাউন টেস্টের প্রথম দিনটা নিজেদেরই করে নিল দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেট হারালেও টেম্বা বাভুমা ও রায়ান রিকেলটনের সেঞ্চুরিতে ৩১৬ রান করেছে তারা। রিকেলটন রয়েছেন দ্বিশতকের পথে। প্রোটিয়ারা অপেক্ষা করছে রানপাহাড়ে উঠার।

নিউল্যান্ডসে রিকেলটনের পর সেঞ্চুরি তুলে নেন টেম্বা বাভুমা। দলপতি ১০৬ রান করে আউট হলেও দ্বিশতকের পথে রয়েছেন রিকেলটন। ২৩২ বলে ২১ চার ও ১ ছয়ে ১৭৬ রান নিয়ে অপরাজিত তিনি। ৪ রান নিয়ে অপরাজিত থাকা ডেভিড বেডিংহ্যাম দ্বিতীয় দিন রিকেলটনকে সঙ্গ দেবেন।


খুররাম শেহজাদের বলে এইডেন মারক্রাম ১৭ রান করে আউট হওয়ার আগে রিকেলটনের সঙ্গে ৬১ রানের জুটি গড়েন। মুল্ডার ও ত্রিস্টান স্টাবস ফিরে যান খুব দ্রুত। মুল্ডার ৫ রান করলেও রানের খাতা খুলতে পারেননি স্টাবস। মুল্ডারকে মোহাম্মদ আব্বাস ও স্টাবসকে আগা সালমান সাজঘরে পাঠান। এরপর ২৩৫ রানের জুটি হয় বাভুমা ও রিকেলটনের মধ্যে। যে কোনো উইকেটে প্রোটিয়াদের এটা চতুর্থ সর্বোচ্চ জুটি। সর্বোচ্চ ৩৬৮ রানের জুটিটি হার্শেল গিবস ও গ্রায়েম স্মিথের। সালমানকে উইকেট দেন চতুর্থ টেস্ট শতক হাঁকানো বাভুমা।


আরও পড়ুন: গড় বিশের কম, তবুও অস্ট্রেলিয়া ঠেকায় পড়লে বোল্যান্ডের সুযোগ মিলে


এ ম্যাচের ৬.২ ওভারের সময় রিকেলটনের একটি চার ফেরাতে গিয়ে পড়ে গোড়ালিতে মোচড় খান টি-টোয়েন্টির সিরিজের সর্বোচ্চ (১২৯) ও ওয়ানডে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ (২৩৫) রান সংগ্রাহক সাইম আইয়ুব। চোট পাওয়া পা তখন মাটিতেই ফেলতে পারছিলেন না আইয়ুব। ফলে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুতই তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


এক্সরে ও এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর জানা গেছে, সাইম এই ম্যাচে আর খেলতে পারবেন না। উন্নত চিকিৎসার জন্য তাকে যেতে হতে পারে লন্ডনে। বিষয়টা পাকিস্তানের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো। কারণ এই আইয়ুবই প্রোটিয়া সফরে পাকিস্তানের সবচেয়ে ইনফর্ম ব্যাটার।

]]>
সম্পূর্ণ পড়ুন