বাবুর ফাইফারে বরিশালকে হেসেখেলে হারালো রংপুর

২ দিন আগে
এনসিএল টি-টোয়েন্টিতে বরিশাল বিভাগের বিপক্ষে সহজ জয় পেয়েছে রংপুর বিভাগ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সিলেটের একাডেমির মাঠে টসে জিতে আগে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বরিশাল। আলাউদ্দিন বাবুর ফাইফারে ১০৬ রানেই গুটিয়ে যায় তারা। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেটের সহজ জয় পায় রংপুর বিভাগ।

আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বরিশাল বিভাগ। রংপুরের বোলারদের তোপের মুখে একের পর এক উইকেট হারাতে থাকে তারা। তবে এক প্রান্ত আগলে রেখে দলের হাল ধরার চেষ্টা করেছেন ফজলে রাব্বি। 

 

একদিকে একের পর উইকেট বিসর্জন দিয়ে আসছেন ব্যাটাররা, অন্যদিকে এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখার চেষ্টা করেন রাব্বি। দলের হয়ে সর্বোচ্চ ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলেন তিনি। 

 

আরও পড়ুন: বুলবুলের হাত থেকে চেক নিয়ে ছুড়ে ফেললেন পাকিস্তান অধিনায়ক

 

এছাড়া শেষ দিকে জাহিদউজ্জামান খানের ছোট্ট ইনিংসে ভর করে কোনোমতে একশ পার করে বরিশাল। ১৮ বলে ২২ রানে অপরাজিত থাকেন এই ব্যাটার। ইনিংসের ৩ বল বাকি থাকতে শেষ পর্যন্ত ১০৬ রানে গুটিয়ে যায় বরিশাল বিভাগ। 

 

রংপুরের হয়ে ১৬ রান খরচায় ৫ উইকেট শিকার করেন আলাউদ্দিন বাবু। এছাড়া নাসির হোনে নেন ২ উইকেট। ১টি করে উইকেট শিকার করেন মুশফিক হাসান, আবু হাসিম এবং আবদুল গাফফার সাকলাইন। 

 

আরও পড়ুন: এশিয়া কাপে সেরাদের তালিকায় ভারতীয়দের আধিপত্য

 

লক্ষ্য তাড়ায় নেমে সাবলীল ব্যাটিং করতে থাকে রংপুর বিভাগ। এক প্রান্ত আগলে রেখে রানের চাকা সচল রাখেন ওপেনার অনিক সরকার। অন্যদিকে ১৮ বলে ২৪ রানের ইনিংস খেলেছেন আব্দুল্লাহ আল মামুন। 

 

১৫ বলে ১৭ রান করেন দলের অধিনায়ক আকবর আলী। শেষ পর্যন্ত উইকেটে টিকে ছিলেন ওপেনার অনিক। দারুণ হাফ-সেঞ্চুরিতে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন তিনি। ৩৫ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। বরিশালের হয়ে ৩ উইকেট শিকার করেন তানভীর ইসলাম, ১ উইকেট শিকার করেছেন মেহেদী হাসান।

]]>
সম্পূর্ণ পড়ুন