বাবার প্রয়াণ একটু হলেও ভুলিয়েছিল যে সময়

৪ সপ্তাহ আগে
আলোচকদের বর্ণিল আলোচনার একেকটি কথা আমার কাছে উড়তে থাকা শিকারি ইগলের চোখের মতো লাগছিল। কখনো মনে হচ্ছিল তাঁরা যা বলছেন, তা মিলে যাচ্ছে আমার সঙ্গে। তাঁদের বলা সব কথাই যেন জন্মের পর থেকে লেখালেখির জন্যই খোদা তাআলা আমার মধ্যেই পাঠিয়েছেন। আবার মনে হচ্ছিল কথারা যেন রঙিন কোমল পালক হয়ে ছড়িয়ে পড়ছে হল রুমে—প্রতিটি পালকের রং ও নরম যেন স্পর্শ করে যাচ্ছিল আগত প্রতিটি প্রাণ ও লেখকসত্তাকে!
সম্পূর্ণ পড়ুন