বাবার দোকান থেকে ফেরার পথে কাভার্ড ভ্যান চাপায় প্রাণ গেল শিশু খাদিজার

২ সপ্তাহ আগে
সাভারের আশুলিয়ায় বেপরোয়া গতির মিনি কাভার্ড ভ্যান চাপায় খাদিজা নামে এক পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা।

রোববার (৬ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 

নিহত খাদিজা আক্তার বরিশালের হিজলা থানার চর দুর্গাপুর গ্ৰামের ফারুক সরদার মেয়ে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় বসবাস করতো।

 

আরও পড়ুন: মোটরসাইকেলে স্বামীর সঙ্গে ফিরছিলেন, ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল খুঁশির

 

প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, নিহত খাদিজা বাবার দোকান থেকে বের হয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মিনি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয় । এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন ধরনের মামলা করতে চাচ্ছেন না। মামলা দায়ের করলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন