এদিকে অমৃতা-সাইফের বড় ছেলে ইব্রাহিম, বাবা একটু সস্থ হতেই কাজে ফিরেছেন। শুটিং শুরু করেছেন সিনেমার।
কুণাল দেশমুখ পরিচালিত দীনেশ ভিজান প্রযোজিত ‘দিলার’ সিনেমায় কাজ করছেন ইব্রাহিম। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন তিনি।
এই সিনেমার হাত ধরেই তিনি বলিউড জগতে প্রবেশ করতে চলেছেন।
সিনেমার শুটিং শুরু হয় বেশ কিছুদিন আগেই, কিন্তু আচমকা বাড়িতে এই দুর্ঘটনা ঘটায় শুটিং বন্ধ করে দিয়েছিলেন ইব্রাহিম। বাবার পাশে ছিলেন তিনি। কঠিন পরিস্থিতিতেও সামলেছেন দুই ভাইকে।
চিকিৎসকরা বলছেন, সাইফ এখন অনেকটাই সুস্থ। আর কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে যাবেন তিনি। বাবার সুস্থতার খবর পাওয়ার পরে কাজে ফিরে গেলেন ইব্রাহিম। আজ ১৮ জানুয়ারি থেকে ফের তিনি শুরু করলেন নিজের প্রথম সিনেমার শুটিং।
ইব্রাহিমের প্রথম সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দক্ষিণ ভারতীয় তারকা শ্রীলীলা। পরিবারের এই কঠিন সময়ে পরিবারের পাশে থেকে ইব্রাহিম প্রমাণ করে দিলেন, তিনি কাজ এবং পরিবার দুটোই সমান তালে সামলাতে জানেন।
এর আগে ঘটনার বর্ণনা দিয়ে সংবাদ মাধ্যমে কথা বলেন কারিনা কাপুর।
তিনি জানান, ‘তার দুই সন্তান ও সাহায্যকারীকে বাঁচাতে নিজের প্রাণের তোয়াক্কা না করে ঝাঁপিয়ে পড়েন সাইফ। আক্রমণকারী ছিল মারাত্মক হিংস্র। নৃশংস ভাবে ঝাঁপিয়ে পড়েছিল সাইফের ওপর। এলোপাথাড়ি মেরেছে তাকে।’
‘ছোট ছেলে জাহাঙ্গীর (জেহ) তখন ভয়ে কাঁপছিল, কান্না করছিল ভয়ে। এমন সময় কোনো বাবা স্থির থাকতে পারেনা। সাইফও তেমনি ছোট ছেলেকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন। পরিস্থিতি তার অনুকুলে না থাকায় হিংস্র হয়ে ওঠে আক্রমণকারী।’
আরও পড়ুন: টার্গেট ছিল শাহরুখের বাড়িও, বের হচ্ছে চাঞ্চল্যকর তথ্য
ছুরির আঘাতে ক্ষতবিক্ষত করে অভিনেতার শরীর। চিকিৎসকদের মতোই কারিনাও জানিয়েছেন, ‘তার স্বামীর শরীরে মোট ৬টি জখম হয়। সেই রাতে সাইফ যেন রক্তস্নান করেছিলেন! অভিনেত্রীর কথায়, ‘আক্রমণকারী কিছুই চুরি করতে পারেনি।’
আরও পড়ুন: স্বাস্থ্যবিমা সংক্রান্ত নথি ফাঁস, কবে হাসপাতাল ছাড়ছেন সাইফ?
]]>