‘বাবা শুনতে কি পাও’ শিরোনামের নতুন একটি গান আসছে এবারের বিশ্ব বাবা দিবসে। এ গানের মিউজিক ভিডিওতে বাবা ও মেয়ের চরিত্রে দেখা যাবে আবুল হায়াত ও রিচিকে।
এবারই বাবা ও মেয়ের চরিত্রে অভিনয় করছেন তারা। গল্পনির্ভর মিউজিক ভিডিওটিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে হুমায়ুন চৌধুরীকে।
যুক্তরাষ্ট্র প্রবাসী গজল ঘরানার শিল্পী শিরিন চৌধুরীর কথায় গানটি সুর করেছেন প্রান্তিক। গীতিকার নিজেই এ গানটিতে কন্ঠ দিয়েছেন। গানের মিউজিক ভিডিও তৈরি করছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী।

মিউজিক ভিডিও প্রসঙ্গে চয়নিকা বলেন, ভিডিওতে একটি সুন্দর সামাজিক বার্তা পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে। আমার বিশ্বাস এ গানের হৃদয়স্পর্শী বার্তা দর্শকদের কাঁদাবে, ভাবাবে।
আরও পড়ুন: গামছা পরে শুয়ে থাকার কারণ নিজেই জানালেন সমু চৌধুরী
আগামী ১৫ জুন বাবা দিবসে সিংগিস্টিক-র ব্যানারে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘বাবা শুনতে কি পাও’ গানটি।
আরও পড়ুন: ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে আত্মহত্যা, কী লিখেছিলেন মডেল?
]]>