বুধবার (১১ জুন) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু রাইসা মাগুরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামের সৈকত মোল্যার মেয়ে।
করিমপুর হাইওয়ে থানার এস আই শফিকুল ইসলাম জানান, মাগুরা থেকে ভ্যানযোগে রাইসা তার বাবা মায়ের সঙ্গে মধুখালী উপজেলার মাঝকান্দিতে নানা বাড়িতে বেড়াতে আসছিল। ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইক ভ্যানটিকে ধাক্কা দিলে রাইসা ছিটকে সড়কে পড়ে যায়।
আরও পড়ুন: ফরিদপুরে বদ্ধঘরে মায়ের মরদেহ, মেয়েকে উদ্ধার করল পুলিশ
স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। ইজিবাইক চালক জিয়াউর রহমান বর্তমানে মধুখালী থানা হেফাজতে রয়েছে।