ভিয়েতনামের বাছাইকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প। ক্যাম্পে সুযোগ পাওয়া ১৯ জনের মধ্যে একমাত্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। জায়ান এরইমধ্যে বাংলাদেশে এসে দলের সঙ্গে যোগও দিয়েছেন।
১৯ সদস্যের এই দলে পরে আরও কয়েকজন যোগ হবেন। ১২ আগস্টের পর যোগ দেবেন বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের কয়েকজন। তারা ১২ আগস্ট এএফসি চ্যালেঞ্জ লিগের প্লেঅফে খেলবেন।
আরও পড়ুন: নারী এশিয়ান কাপের সূচি চূড়ান্ত, বাংলাদেশের ম্যাচ কবে কোথায়
ভিয়েতনামে বাছাই অনুষ্ঠিত হবে ২ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। ‘সি’ গ্রুপে বাংলাদেশের ছাড়াও রয়েছে ইয়েমেন, ভিয়েতনাম ও সিঙ্গাপুর। ৩ সেপ্টেম্বর স্বাগতিক ভিয়েতনাম, ৬ সেপ্টেম্বর ইয়েমেন ও ৯ সেপ্টেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর। এই চারদলের মধ্যে থেকে একটি দল সৌদি আরবের মূল টুর্নামেন্টে সুযোগ পাবে। মূল টুর্নামেন্ট হবে আগামী বছরের ৭ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত।
বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ আংশিক দল
সাকিব আল হাসান, মোহাম্মদ ইমন, মো. আসিফ, শাকিল আহাদ তপু, জাহিদ হাসান শান্ত, কামাকাই মারমা, রাজন হাওলাদার, আলফাজ মিয়া, জায়ান আহমেদ, মিঠু চৌধুরী, আশরাফুল হক আসিফ, সাজেদ হাসান জুম্মন নিঝুম, আরমান ফয়সাল আকাশ, মইনুল ইসলাম মইন, রাজু আহমেদ জিশান, রফিকুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা, রাব্বি হোসেন রাহুল ও মুরশেদ আলী।
]]>