ঘটনাটি ঘটে মঙ্গলবার (১০ জুন) সকালে ঠাকুরগাঁও জেলার রুহিয়া ইউনিয়নের ঘনিবিষ্ণুপুর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী জুলি সকালে বাসা থেকে বেরিয়ে বান্ধবীর অসুস্থ মাকে দেখতে ঠাকুরগাঁও রওনা দেন। তার সঙ্গে ছিলেন পরিচিত মাহাদী হাসান জয় (২৯), যিনি মোটরসাইকেল চালাচ্ছিলেন।
ঘটনার সময় একটি ট্রাক্টরকে ওভারটেক করতে গিয়ে জুলি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান এবং ট্রাক্টরের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে সেখান থেকে অ্যাম্বুলেন্স করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত উম্মে কুলসুম জুলি পঞ্চগড় সদর উপজেলার সাতমেড়া ইউনিয়নের জোতহাসনা এলাকার জহিরুল ইসলামের মেয়ে। জয়ের বাড়ি সদর উপজেলার পঞ্চগড় সদর ইউনিয়নের জগদল এলাকায়। তিনি ওই এলাকার জিহাদ হোসেনের ছেলে। জয় জগদল বাজারে একটি তিনতলা ভবনে হাফেজিয়া মাদরাসা পরিচালনা করেন বলে জানা গেছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহত জুলির পরিবার সূত্রে জানা গেছে, তিনি শুধু কলেজে নয়, বরং অনলাইনে একটি মাদরাসা থেকে আলেমা পড়াশোনা সম্পন্ন করে শিক্ষকতা করতেন এবং পাশাপাশি ফ্রিল্যান্স আউটসোর্সিংয়ের কাজেও যুক্ত ছিলেন।
ঘটনার পর জুলির পরিবার দাবি করেছে, এটি নিছক দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। নিহতের চাচাতো চাচা সামিউল ইসলাম বলেন, ‘একজন সুস্থ মানুষ হঠাৎ মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে মারা যায়—এটা আমরা মানতে পারছি না। মাহাদী হাসান জয় দুর্ঘটনার পর একাধিকবার পোশাক পরিবর্তন করেছে বলে স্থানীয়রা জানিয়েছে। আমরা এর বিচার চাই।’
অন্যদিকে আটক মাহাদী হাসান জয় বলেন, ‘জুলি আমার পূর্বপরিচিত। সে আমাকে আগেই জানিয়েছিল ঠাকুরগাঁও যাবে। পথে রুহিয়াতে গিয়ে হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। তখন একটি ট্রাক্টর তাকে চাপা দেয়।’
মুঠোফোনে রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল হক বলেন, ‘দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে দেখি কালো বোরকা পরা একজন নারী পড়ে আছেন। তাদের আমরা স্বামী-স্ত্রী ভেবেছিলাম। জয় আমাদের কাছে অ্যাম্বুলেন্স চাইলে আমরা তা সরবরাহ করি।’
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২
ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদের বলেন, ‘ঘটনার সময় আমরা সেখানে পৌঁছানোর আগেই আহতকে অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড়ে পাঠানো হয়। যদি নিহতের পরিবার অভিযোগ করে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান জানান, সাধারণ ডায়েরির ভিত্তিতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। মামলা হলে তা ঠাকুরগাঁও জেলার রুহিয়া থানাতেই দায়ের করতে হবে, কারণ ঘটনাস্থল সেখানেই।
]]>