বান্দরবানে বিএনপির অফিস ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেফতার

৩ সপ্তাহ আগে
বান্দরবানে বিএনপির কার্যালয় ভাঙচুর ও যুবদল নেতার ওপর ককটেল বিস্ফোরণের অভিযোগে করা আলদা ২টি মামলায় পৌর যুবলীগের সহ-সভাপতি শিবু চৌধুরীকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) দিনগত রাতে বালাঘাথা এলাকা পুলিশ অভিযান চালিয়ে নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে। বুধবার দুপুরে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠান। 


মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৪ জুলাই গভীর রাতে শহরের পৌর এলাকার আর্মিপাড়ায় অবস্থিত শহীদ জিয়া স্মৃতি সংসদের অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা অফিসের দরজা, টেবিল, চেয়ার ও সাইনবোর্ড ভাঙচুর করে এবং দলের শীর্ষ নেতাদের ছবি মেঝেতে ফেলে দেয়। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।  পরে ১৭ জুলাই ১৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়, যেখানে শিবু চৌধুরীও একজন অভিযুক্ত।

আরও পড়ুন: সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ-আ.লীগের দুই নেতা গ্রেফতার

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, বিএনপি অফিস ভাঙচুরের ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শিবু চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এসব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।


উল্লেখ্য, বর্তমানে শিবু চৌধুরীর বিরুদ্ধে কালাঘাটা বিএনপি অফিস ও বান্দরবান আর্মি পাড়ার শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুর মামলা ছাড়াও আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন উন্নয়ন বোর্ডের রাবার বাগানের রাবার চোরাকারবারি, বালাঘাটা কালীমন্দির ও অনেক অসহায় পরিবারের জায়গা দখল, নারী নির্যাতনসহ নানা অভিযোগ রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন