বান্দরবানে পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

৪ দিন আগে
বান্দরবানে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে চন্দন বড়ুয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে শহরের কালাঘাটা ছাইঙ্গ্যা রাস্তার মুখ এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। এসময় মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামনি।


পরিবেশ অধিদপ্তর জানায় অবৈধ ভাবে পাহাড় কাটা বন্ধে শহরের বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর বান্দরবান। এসময় কালাঘাটা ছাইঙ্গা এলাকায় পাহাড় কাটার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে এক ব্যক্তিকে জরিমানা ধার্য পূর্বক আদায় ও সতর্ক করা হয়। যেখানে যেখানে পাহাড় কাটা হয়েছে সেখানে মামলা করার সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন: টানা ছুটিতে বান্দরবানে পর্যটকের ভিড়

বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম বলেন, ‘পরিবেশ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। যেখানেই অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন করা হচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ক্ষতি সাধন করলে কাউকে ছাড় দেয়া হবে না।’

]]>
সম্পূর্ণ পড়ুন