শনিবার (১৪ জুন) দুপুরে আলীকদম থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমানের দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়।
অভিযুক্ত বর্ষা ইসলাম বৃষ্টি (২৪) যশোরের বরিউল ইসলামের মেয়ে। বর্তমানে ঢাকার বাসিন্দা বলে জানা যায়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৯ জুন ট্যুর এক্সপার্ট গ্রুপের এডমিন বর্ষার নেতৃত্বে ৩৩ পর্যটকের একটি দল আলীকদম যান। এ দলের কো-হোস্ট ছিলেন হাসান নামে একজন এবং স্থানীয় গাইড ছিলেন সিদ্ধার্থ তঞ্চঙ্গ্যা। তাদের উদ্দেশ্য ছিল আলীকদম উপজেলার ক্রিসতং পাহাড় ও থানচির লিমান লিবলু এবং সাকাহাফং চূড়া জয় করা। পরে পর্যটক দলটি ২২ ও ১১ জনের দুটি দলে বিভক্ত হয়। যাত্রাপথে ২২ জনের দলটি তৈন খাল পারাপার হওয়ার সময় ১৯ জন নিরাপদে পার হলেও স্রোতের তোড়ে কো-হোস্ট হাসানসহ তিনজন তৈনখাল পার হতে পারেননি। অতিবৃষ্টিতে প্রবল পানির স্রোতে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলামসহ তিন পর্যটক নিখোঁজ হন। পরে ১২ ও ১৩ তারিখ স্মৃতি আকতার ও জুবাইরুল ইসলামের লাশ পাওয়া গেলেও এখনও নিখোঁজ রয়েছে শুভ। এঘটনায় নিহত স্মৃতি আকতারের বাবা অবহেলা ও দায়িত্ব হীনতার অভিযোগে ট্যুর অপারেটর বর্ষা ইসলামকে আসামী করে আলিকদম থানায় একটি মামলা দায়ের করেন এবং পুলিশ বর্ষা ইসলামকে গ্রেফতার করে।
মামলার বাদী স্মৃতির বাবা মো. হাবিবুর রহমান বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণের কারণে এই দুর্ঘটনা ঘটেছে। মামলায় বর্ষা ইসলাম বৃষ্টিসহ সংশ্লিষ্টদের গাফিলতি রয়েছে তাই তাদের বিরুদ্ধে মামলা করেছি।
আরও পড়ুন: আলীকদমে ঝরনায় গোসলে গিয়ে পর্যটক নিহত, নিখোঁজ ২
আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। মামলার আসামি বর্ষা ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য তিন পর্যটক নিখোঁজের পর গেল বৃহস্পতিবার ভোরে আলীকদমের কানাই মাঝির ঘাট থেকে শেখ জুবাইরুল ইসলাম ও শুক্রবার তৈন খালের আমতলী ঘাট এলাকা থেকে স্মৃতি আকতারের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিখোঁজ হাসানের এখনো কোন সন্ধান পাওয়া যায়নি।
]]>