বান্দরবানে চাঁদের গাড়ি উল্টে নারী নিহত

১ সপ্তাহে আগে
বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী চাঁদের গাড়ি উল্টে হ্লায়ইনু মার্মা (৪৮) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) বিকালে বান্দরবান-চিম্বুক সড়কের বেতছড়া মুখ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় গাড়িতে থাকা আরও ৬ যাত্রী আহত হন। নিহত হ্লায়ইনু মার্মা বেতছড়া এলাকার নাচালং পাড়ার বাসিন্দা।

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, হাটবাজার শেষ করে চাঁদের গাড়িতে করে বাড়ি ফিরছিলেন বেতছড়া এলাকার ৭ জন বাসিন্দা। গাড়িটি বেতছড়া মুখ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান হ্লায়ইনু মার্মা। আহত অন্য ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠায়।

 

আরও পড়ুন: ৫০ হাজার টাকায় ধর্ষণের ঘটনা মীমাংসা, সমালোচনার পর গ্রেফতার ৩

 

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন