বান্দরবানে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত

৩ সপ্তাহ আগে
পার্বত্য জেলা বান্দরবানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ৮টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এই সমাবেশকে ঘিরে বান্দরবান প্রেসক্লাবের সামনে আয়োজিত অনুষ্ঠান স্থলে বিকেল থেকে মানুষের ভিড় জমতে শুরু হয়। বিকেল ৪টা থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশ স্থলে আসেন।

এরপর বিকেল ৫টায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও চকোরিয়ায় নেতাকর্মীরা বাধার মুখে পড়ায় রাত সাড়ে ৮টার দিকে কড়া পাহারায় কেন্দ্রীয় নেতারা সমাবেশ স্থলে এসে পৌঁছান।


সমাবেশে বক্তব্য রাখেন: কেন্দ্রীয় নেতা নাসির উদ্দিন পাটোয়ারী হাসনাত আবদুল্লাহ সামান্তা শারমিন বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী শহিদুর রহমান সোহেল ও আহবায়ক নাহিদ ইসলাম। এ সময় কেন্দ্রীয় নেতাদের বক্তব্য শুনতে শত শত মানুষ দীর্ঘক্ষণ অপেক্ষা করেন।


সমাবেশে নাহিদ ইসলাম বলেন, বান্দরবান বাংলাদেশের অংশ এখানে ১২টি জাতি গোষ্ঠীর মানুষ বসবাস করে। তাদের নিজস্ব বৈচিত্র রয়েছে। অতীতে এ এলাকায় যারা ক্ষমতায় ছিল তারা কখনো এ এলাকার মানুষের কথা চিন্তা করেননি। এনসিপি ক্ষমতায় গেলে উচ্চ কক্ষ এবং নিম্নকক্ষ দুটাতেই এ এলাকার প্রতিনিধি নিশ্চিত করা হবে।


আরও পড়ুন: রাঙ্গামাটিতে এনসিপির সমাবেশ রোববার, ব্যাপক প্রস্তুতি


এ সময় তিনি আরও বলেন, ‘একটি পক্ষ আমাদের গণতান্তিক আন্দোলনকে অগণতান্ত্রিকভাবে বাধা দেয়। তাদের এ বাধা আমাদের পদযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। জনগণ যদি আমাদের সঙ্গে থাকে তাহলে আমরা আগামীতে বৈষম্যবিহীন একটা নতুন বাংলাদেশ গড়ে তুলবো। পরে সমাবেশ শেষে কেন্দ্রীয় নেতারা পুলিশি পাহারায় সমাবেশ স্থল ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্য বান্দরবান ছেড়ে যায়।


উল্লেখ্য, কক্সবাজারে পদযাত্রা শেষ করে বান্দরবান আসার পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের গাড়িবহর চকরিয়ায় বিএনপি নেতাকর্মীদের বাধার মুখেপড়ায় রাত ৮টায় নেতারা অনুষ্ঠান স্থলে এসে পৌঁছান। 

]]>
সম্পূর্ণ পড়ুন