রোববার (৩১ আগস্ট) সকালে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স প্রাঙ্গণে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং আর্থিক সহায়তা দেয়া হয়।
এসময় বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে আসা চার শতাধিক বিভিন্ন রোগে আক্রান্ত রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবাসহ প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। এসময় চিকিৎসা সহায়তায় নগদ টাকাও দেয়া হয়।
দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা দেন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের উপ-অধিনায়ক ডা. মেজর সাইফুল ইসলাম, ডা. ক্যাপ্টেন মো. আবু সায়েম, ডা. ক্যাপ্টেন বুশরা তুল জান্নাত।
আরও পড়ুন: সিলেট-বান্দরবানের ১৭টি পাথর কোয়ারি ইকো-ট্যুরিজম হিসেবে সংরক্ষণের নির্দেশ
এসময় ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের উপ-অধিনায়ক ডা. মেজর সাইফুল ইসলাম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সব জনসাধারনের পাশে থেকে সর্বদা সহায়তা দেয়া আসছে।
তিনি আরও বলেন, ‘আজকের এই মেডিকেল ক্যাম্পেইন তারই একটি দৃষ্টান্তমূলক উদাহরণ। বাংলাদেশ সেনাবাহিনী ভবিষ্যতেও পার্বত্য এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ সব জাতি ও ধর্মের মানুষের পাশে থেকে তাদের জীবনমান উন্নয়ন এবং যে কোনো প্রয়োজনে সর্বদা নিরলসভাবে কাজ করে যাবে।