রোববার (২০ জুলাই) বিকেলে চট্টগ্রামের দুই নম্বর গেইটে দেশ গড়তে জুলাই পদযাত্রায় এসব কথা বলেন তিনি।
নাহিদ বলেন, নাসির উদ্দিন পাটোয়ারী কক্সবাজারে সত্যের উন্মোচন করেছেন। তাই আমাদের পদযাত্রা বাধা দেয়া হচ্ছে বার বার। কিন্তু আমরা এতে দমে যাব না। আমাদের সংগঠকের মাথা ফাটিয়ে দেয়া হয়েছে। বাধা দিলে বাধবে লড়াই।
আরও পড়ুন: অতীতে সংবিধানে সব জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ
এনসিপির এই শীর্ষ নেতা বলেন, জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ চট্টগ্রামকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্র চলতে দেয়া যাবে না। আমরা রুখে দিব।
এ সময় দলের সদস্য সচিব আখতার হোসেন বলেন, নতুন বাংলাদেশে নানা সেক্টরে লুটপাটের সংস্কৃতি এখনো চলমান। আর চলতে দেয়া যাবে না। সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বিচার আর সংস্কার। উন্নয়ন প্রকল্পের টাকা জনগণের কাছে খোলসা করতে হবে। সব সেক্টরে এখনো দুর্নীতি। এভাবে চলতে দেয়া যায় না।
আরও পড়ুন: কে পিআর বুঝে, কে বুঝে না; তার জন্য সংস্কার থেমে থাকবে না: নাহিদ
দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ জানান, জাতীয় নাগরিক পার্টি ঘুরে দাঁড়ালে ইতিহাস রচিত হবে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
]]>