শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে একই দিন সকাল ৬টায় রেকর্ড হয় ৯ দশমিক ৮ ডিগ্রি।
এদিকে গত শুক্রবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখা মিলেছে সূর্যের।
আরও পড়ুন: তাপমাত্রা বাড়বে কবে, জানাল আবহাওয়া অফিস
সরেজমিনে দেখা যায়, রাত থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস অব্যাহত থাকায় জেলা জুড়ে কনকনে শীত অনুভূত হচ্ছে। এর ফলে মানুষের আনাগোনা অনেকটাই কম।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন সময় সংবাদকে বলেন, কনকনে শীতের সঙ্গে জানুয়ারি মাস জুড়ে আরো তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
]]>