বাণিজ্যিক কাঠামো তৈরিতে নীতিগতভাবে একমত চীন-যুক্তরাষ্ট্র

৩ সপ্তাহ আগে
বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির মধ্যে বাণিজ্য উত্তেজনা প্রশমনের জন্য একটি কাঠামো তৈরিতে নীতিগতভাবে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন।

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক বলেছেন, এই চুক্তির ফলে বিরল খনিজ এবং চুম্বকের ওপর বিধিনিষেধ সংক্রান্ত সমস্যার সমাধান হওয়া উচিত।

 

উভয় পক্ষই জানিয়েছে, তারা এখন তাদের নিজ নিজ দেশের প্রেসিডেন্টদের - ডোনাল্ড ট্রাম্প এবং শি জিনপিংয়ের - কাছে অনুমোদনের জন্য পরিকল্পনাটি নিয়ে যাবে। বেইজিং এবং ওয়াশিংটনের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে লন্ডনে দুই দিনের আলোচনার পর এই ঘোষণা এলো।

 

চীন-যুক্তরাষ্ট্র বৈঠকের আলোচ্যসূচির শীর্ষে ছিল আধুনিক প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিরল খনিজ পদার্থ, যা রফতানি করে চীন।

 

গত মাসে, একে অপরের ওপরের বাড়তি শুল্কারোপ না করার বিষয়ে সম্মত হয় ওয়াশিংটন এবং বেইজিং। তবে এরপরও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সেই চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে। 

 

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে ছত্রাক পাচার /করোনার চেয়ে ‘ভয়াবহ কিছু’ ঘটতে পারে, দাবি চীনা বিশেষজ্ঞের

 

যুক্তরাষ্ট্রের অভিযোগ, স্মার্টফোন থেকে শুরু করে বৈদ্যুতিক যানবাহন পর্যন্ত সবকিছু তৈরির জন্য অপরিহার্য বিরল ধাতু এবং চুম্বকের রফতানি অব্যাহত রাখার ক্ষেত্রে ধীরগতি দেখিয়েছে চীন।

 

এর মধ্যেই সেমিকন্ডাক্টর এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাথে সম্পর্কিত অন্যান্য প্রযুক্তির মতো মার্কিন পণ্যগুলোতে চীনের এক্সেস সীমিত করে ওয়াশিংটন।

 

তবে লন্ডনে আলোচনার পর চীন-যুক্তরাষ্ট্র ‘জেনেভা ঐক্যমত্য বাস্তবায়নের জন্য একটি কাঠামোতে পৌঁছেছে’ বলে সাংবাদিকদের জানিয়েছেন লুটনিক।

 

তিনি বলেন, ‘দুই দেশের প্রেসিডেন্ট অনুমোদন করলে, আমরা এটি বাস্তবায়নের চেষ্টা করব।’

 

সূত্র: বিবিসি
 

]]>
সম্পূর্ণ পড়ুন