বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে ভয়াবহ আগুন

৩ সপ্তাহ আগে
রাজধানীর বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১ ডিসেম্বর) রাত সোয়া ১টার দিকে ওই শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষকের ডিউটি অফিসার শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি জানান, রাত সোয়া ১টার দিকে বাড্ডায় সুবাস্তু শপিং কমপ্লেক্সে দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।


আরও পড়ুন: গাজীপুরে নিরাপত্তাকর্মী নিহতের খবরে ৩ বাসে আগুন, মহাসড়ক অবরোধ


তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণের পর বিস্তারিত জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন