বাগেরহাটে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে ব্যবসায়ীর মৃত্যু

৪ দিন আগে
বাগেরহাটের মোরেলগঞ্জে সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে নির্মল চন্দ্র মন্ডল (৫৫) নামের এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

 শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের ফুলহাতা বাজার সংলগ্ন খালে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।


নিহত নির্মল চন্দ্র মন্ডল নামের ওই ব্যবসায়ীর বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর এলাকায়। তবে ধাক্কা দেওয়া সিমেন্টবাহী ট্রলারের পরিচয় পাওয়া যায়নি।


পুলিশ জানায়, ওই ব্যবসায়ী সবজি বিক্রির উদ্দেশ্যে ফুলহাতা বাজারে আসছিলেন। রাত হয়ে যাওয়ায় তিনি পুলের নিচে নৌকা বেঁধে সকালের জন্য অপেক্ষা করছিলেন। সিমেন্টবাহী ট্রলারের ধাক্কায় পুল ভেঙে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: মোরেলগঞ্জে খালে ভাসছিল নিখোঁজ ভ্যানচালকের মরদেহ

স্থানীয় বাসিন্দা তানবির বাসার বলেন, নিহত নির্মল চন্দ্র মন্ডল বাজারে কলা, কচু, কুমড়া ইত্যাদি সবজি এনে বিক্রি করতেন। তার ট্রলারটি পুলের সাথে বাঁধা ছিল। সিমেন্টবাহী একটি যাওয়ার সময়, পুলের পিলারের ধাক্কা দেয়। এতে পুলটি ভেঙে পড়ে এবং পুলের উপর থাকা কংক্রিটের স্লাবের চাপায় সবজি ব্যবসায়ীর ট্রলারটি দুমরে মুচরে যায়। এবং ওই ব্যবসায়ী পানিতে পড়ে নিখোঁজ হন।পরে স্থানীয়রা অনেক চেষ্টা করে তার মরদেহ উদ্ধার করেন।


মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মতলুবর রহমান বলেন, ‘আমরা মরদেহ উদ্ধার করেছি। এটা একটি দুর্ঘটনাজনিত মৃত্যু। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তার মরদেহ হস্তান্তর করা হবে।’

ওসি আরও বলেন, পুলটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় ছিল। লোকজন ঝুকি নিয়ে পারাপার করছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন