বাগেরহাটে রায়েন্দা-মতিঝিল বিআরটিসি বাস সর্ভিস চালু

১ মাস আগে
বাগেরহাটের রায়েন্দা থেকে রাজধানীর মতিঝিল পর্যন্ত প্রথমবারের মতো সরাসরি বিআরটিসি শীতাতাপ নিয়ন্ত্রিত বাস সর্ভিস চালু হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে শহরের খানজাহান আলীর (রহ.) মাজার মোড়ে এই সার্ভিসের উদ্বোধন করেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মো. তাজুল ইসলাম। 


বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে, সচিব ড. ফরিদুল ইসলাম, বিআরটিসির চেয়ারম্যান ড. অনুপম সাহা, পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ, বিআরটিসির মহাব্যবস্থাপক আফজাল হোসেন, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ বিআরটিসির কর্মকর্তা-কর্মচারী, বাস মালিক সমিতির নেতা, পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রমজানের প্রথম জুমায় ষাটগম্বুজ মসজিদে মুসল্লিদের ঢল

বিআরটিসি কর্তৃপক্ষ জানায়, দুটি বাস প্রতিদিন ভোর ৬টা এবং বিকেল ৪টায় রায়েন্দা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। পথিমধ্যে মোরেলগঞ্জ, কচুয়ার সাইনবোর্ড, বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড, দেপাড়া বাজার, গোপালগঞ্জ কাউন্টার থাকবে। 


প্রথমবারের মতো রায়েন্দা থেকে ঢাকার রাজধানীর মতিঝিল পর্যন্ত রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। এ বাসে ঢাকায় অধ্যায়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় বাগেরহাট থেকে ঢাকায় যাওয়া আসা করতে পারবেন বলে জানান পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি বিভাগের সচিব মো. তাজুল ইসলাম।

আরও পড়ুন: মেয়াদের মধ্যে কাজ শেষ না করায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫০ লাখ টাকা জরিমানা

তিনি বলেন, বিআরটিসির ওপর মানুষের প্রতাশা দিন দিন বেড়ে যাচ্ছে। বিআইরটিসির প্রশিক্ষণ ইউনিট এখন অনেক শক্তিশালী। বাগেরহাটে প্রশিক্ষণের জন্য সাব ডিপো করা যায় কিনা তা পরিকল্পনায় রয়েছে। এছাড়া বর্তমানে দুটি বাস চলবে, তবে ভবিষ্যতে বাস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বাসে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিক্ষার্থী অর্ধেক ভাড়ায় যাতায়েত করতে পারবে বলে জানান এই কর্মকর্তা।

]]>
সম্পূর্ণ পড়ুন