রোববার (৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের অভ্যন্তরে অস্থায়ী ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বেসরকারি কর্মচারী ধোপা হাছিব খান (১৯) এবং সেনা সদস্য মো. আরিফ হাসান (২৭)।
আরও পড়ুন: নেত্রকোনায় গাছে উঠে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, অস্থায়ী সেনা ক্যাম্পে শুকানো কাপড় আনতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়েন হাছিব খান। তখন পাশে থাকা সেনা সদস্য আরিফ হাসান এগিয়ে এসে তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়ে পড়ে। এসময় অপর এক সেনা সদস্য বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার সরিয়ে দ্রুত উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত দুজনই মারা যান।

৪ সপ্তাহ আগে
১০








Bengali (BD) ·
English (US) ·