এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম।
ডেমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গাজী আবু বক্করের সভাপতিত্বে সমাবেশে বাগেরহাট জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক শমসের আলী মোহন, খাদেম নিয়ামুল নাসির আলাপ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আলী রবি, সৈয়দ নাসির উদ্দিন মালেক, হাদিউজ্জামান হিরো, শ্রমিক দলের সাবেক সভাপতি সরদার লিয়াকত আলি, জেলা মহিলা দলের সভাপতি শাহীদা আক্তার প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্প্রীতি ডেমা ইউনিয়ন বিএনপির নেতা সজিব তরফদারের হত্যাকারীদের গ্রেফতার ও বিচার দাবিতে তোলেন সমাবেশে অংশগ্রহণকারীরা।
আরও পড়ুন: রৌমারীতে রাষ্ট্র সংস্কার-এর সমাবেশে পুলিশের বাধা, জামায়াতের হামলার অভিযোগ
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, ‘বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মের লোক দীর্ঘদিন ধরে সহাবস্থান করে আসছে। কিন্তু ফ্যাসিবাদের সমর্থক কিছু দুষ্ট লোক দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। বিএনপির নেতাকর্মীরা এ ফাঁদে পা দেবে না। বিএনপির নেতাকর্মীরা সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, ভবিষ্যতে পাশে থাকবে। আগামীতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে ক্ষমতায় আনতে সব নেতাকর্মীর ঐক্যবদ্ধ থাকার আহবান জানান এ নেতা।’ এছাড়া ইউনিয়ন বিএনপির নেতা সজিব তরফদার হত্যার বিচারের জন্য পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।