গত ১৫ জুন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান স্বাক্ষরিত এক চিঠিতে বাগেরহাট, মোরেলগঞ্জ ও মোংলা পোর্ট পৌরসভার ১২ কর্মচারীকে এই বদলির আদেশ দেয়া হয়। বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান এই বদলির আদেশ দিয়েছেন।
ওই আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগ পৌর-১ শাখা ২০২৫ সালের ১৫ জানুয়ারি ৪৬০০০০০০০৬৩৯৯০০৩২৪-৯ নম্বর পরিপত্র অনুযায়ী, বাগেরহাট পৌরসভা, মোংলাপোর্ট পৌরসভা ও মোরেলগঞ্জ পৌরসভায় কর্মরত কর্মচারীদের প্রশাসনিক কাজে গতিশীলতা আনতে জনস্বার্থে এই বদলি করা হলো।
আরও পড়ুন: ৪ অতিরিক্ত ডিআইজিকে বদলি
এর মধ্যে বাগেরহাট পৌরসভার সর্বোচ্চ ১০ জন, মোরেলগঞ্জের দুজন এবং মোংলা পোর্ট পৌরসভার চারজন কর্মচারী রয়েছেন।
বদলি কর্মচারীরা হলেন: বাগেরহাট পৌরসভার প্রধান সহকারী মো. রফিকুল ইসলাম, বাজার পরিদর্শক এ কে এম সেলিম, সহকারী কর নির্ধারক মো. সেলিম ফকির, স্বাস্থ্য সহকারী প্রভাত চন্দ্র সাহা, উচ্চমান সহকারী মো. নাসিরউদ্দিন হাওলাদার, বনমালা পাল, নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক হাওয়া খাতুন, আশীষ কুমার হোড়, সাঁট মুদ্রাক্ষরিক শেখ শহীদুল কবির, রোড রোলার চালক দীপু বিশ্বাস, মোরেলগঞ্জ পৌরসভার কর নির্ধারক মো. ফাহাদ হোসেন, স্যানিটারি পরিদর্শক এস এম বাদল, মোংলা পোর্ট পৌরসভার নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক মো. হাসান ও রোড রোলার চালক মো. সিদ্দিক।
আরও পড়ুন: সারা দেশে ২৫২ বিচারককে একযোগে বদলি
বাগেরহাট জেলার এই তিন পৌরসভার ইতিহাসে এবারই প্রথম একযোগে এই কর্মচারীদের বদলি করা হলো। কোন কোন কর্মচারী তাদের দীর্ঘ কর্মজীবনে এবারই প্রথমবারের মত বদলি আদেশ পেলেন। এই বদলি আদেশ পৌরসভাগুলোর কাজকে ত্বরান্বিত করবে বলে দাবি সংশ্লিষ্টদের।
বাগেরহাট স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. ফকরুল হাসান বলেন, ‘দীর্ঘদিন ধরে এই কর্মচারীরা একই স্থানে কাজ করছেন। যার ফলে কাজে কিছু স্থবিরতা ছিল। স্থানীয় সরকারের পরিপত্র অনুযায়ী তাদের বদলি করা হয়েছে। এর ফলে কাজে গতিশীলতা বাড়বে বলে জানান স্থানীয় সরকার বিভাগের ওই শীর্ষ কর্মকর্তা।