রোববার (২৯ জুন ) দুপুরে বাগেরহাট সম্মিলিত ব্যবসায়ী সমিতির আয়োজনে বাগেরহাট পেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বাগেরহাট চেম্বার অফ কমার্সের সাবেক সভাপতি শাহেদ আলী রবি, মোঃ শাহজাহান মিনা, চেম্বার অফ কমার্সের সাবেক পরিচালক মাহবুবুর রহমান টুটুল, শংকর সেন, সম্মিলিত ব্যবসায়ী ঐক্য পরিষদ নেতা মোঃ মোস্তফা, মোঃ কাজল, আশিস তালুকদার, ওমর ফারুক, জাকির হোসেন, সাইফুল ইসলামসহ বাগেরহাটের বিভিন্ন পর্যায়ের প্রায় দুই শতাধিক ব্যবসায়িক নেতা ও সাধারণ ব্যবসায়ী মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, এক শ্রেনীর অসাধু ব্যক্তিরা দেশকে অস্থিতিশীল ও অর্থনীতি ধ্বংস করতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে গেছে। দেশের সকল ব্যবসায়ী আজ ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতি এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। এখন স্বৈরাচার আওয়ামী লীগের কিছু কর্মকর্তা ও কর্মচারীরা দেশের অর্থনীতি আরো খারাব পর্যায় নিতে আন্দোলনের নামে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে।
আরও পড়ুন: এনবিআরের ৬ কর্মকর্তার দুর্নীতির অনুসন্ধানে দুদক
বক্তারা আরও বলেন, শাটডাউনের ফলে আমদানি ও রপ্তানিকারকদের ওপর বিপর্যয় নিয়ে আসবে, যা কোন ব্যবসায়ীর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে বাগেরহাটসহ দেশের সকল সাধারণ ব্যবসায়ীরা কমপ্লিট শাটডাউনের বিপক্ষে অবস্থান নিয়েছে। দেশের অর্থনীতির স্বার্থে এনবিআরের কর্মকর্তা-কর্মচারীদের কমপ্লিট শাটডাউনের মতো কর্মসূচি প্রত্যাহার করে কাজে যোগদান করার আহ্বান জানান বক্তারা।