দুই অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবি জানিয়ে গত এক মাস ধরে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন ও প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন শিক্ষার্থীরা।
সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে এ বিষয়ে ভোটাভুটি অনুষ্ঠিত হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। বিষয়টি সুরাহার জন্য রোববার বেলা ১১ টায় একাডেমিক কাউন্সিলের সভা শুরু হয় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে।
আরও পড়ুন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় ১৪৪ ধারা
তবে মিটিংয়ে বিষয়টি সমাধান না হওয়ায় দুপুর পৌনে ১টার দিকে ভিসিসহ আড়াই শতাধিক শিক্ষককে আটকে রেখে ফটকে তালা মেরে দেন শিক্ষার্থীরা। এতে প্রায় চার ঘণ্টা ধরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, জরুরি ভিত্তিতে কম্বাইন্ড ডিগ্রির প্রজ্ঞাপন না দেওয়া হলে আন্দোলন আরও তীব্র হবে।