প্রায় এক মাস ধরে চলমান আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে ভেটেরিনারি ও পশুপালন অনুষদের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা ওই ভেটেরিনারি অনুষদের ভবনে তালা ঝুলিয়ে দেন। অপরদিকে পশুপালন অনুষদে দীর্ঘ এক মাস ধরে তালা ঝোলানো।
এসময় শিক্ষার্থীরা জানান, আগামীকাল বুধবার (২৭ আগস্ট) জরুরি অ্যাকাডেমিক কাউন্সিল বৈঠকের তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় পুরো বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা স্লোগান দেন— ‘তুমি কে আমি কে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট’, ‘চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম স্বৈরাচার’, ‘উই ওয়ান্ট কম্বাইন্ড, কম্বাইন্ড।’
আরও পড়ুন: বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি
আন্দোলনকারী ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী আতিকুর রহমান বলেন, ‘এই আন্দোলন শুধু গত ৩০ দিনের নয়, বরং কয়েক বছর ধরেই আমরা দাবি জানিয়ে আসছি। এখন দুই অনুষদের শিক্ষার্থীরাই একসঙ্গে মাঠে নেমেছে। যতদিন না অ্যাকাডেমিক কাউন্সিল বৈঠক হচ্ছে, ততদিন ভেটেরিনারি অনুষদ বন্ধ থাকবে।’
পশুপালন অনুষদের শিক্ষার্থী আব্দুল্লাহ বলেন, ‘শিক্ষকরা আমাদের ফ্যাসিস্ট বা বিপথগামী বলছেন, অথচ আমরা সাধারণ শিক্ষার্থী। পেশাগত বৈষম্য দূর করতে হলে কম্বাইন্ড ডিগ্রি দিতেই হবে।’
উল্লেখ্য, আন্দোলনের প্রেক্ষিতে গত ১২ আগস্ট গঠিত সুপারিশ কমিটি ধাপে ধাপে শিক্ষকদের সঙ্গে আলোচনা করে শিক্ষার্থীদের অনলাইনে ভোটগ্রহণের ব্যবস্থা করে। এতে দেখা যায়, পশুপালন অনুষদের ৯০ শতাংশ এবং ভেটেরিনারি অনুষদের ৮০ শতাংশ শিক্ষার্থী কম্বাইন্ড ডিগ্রির পক্ষে মত দেন।