বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে দায়িত্ব হস্তান্তর ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়।
এর আগে বাকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির বার্ষিক সাধারণ সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সাংবাদিক সমিতির সদ্য বিদায়ী সভাপতি রাফি উল্লাহ।
এ ছাড়া সাবেক সভাপতি মো. হাতেম আলী ও মো. শাহীদুজ্জামান সাগর সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন।
আরও পড়ুন: সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা না থাকলে বস্তুনিষ্ঠ সংবাদ আসবে না: কামাল আহমেদ
১৫ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মুসাদ্দিকুল ইসলাম তানভীর (ঢাকা পোস্ট), যুগ্ম-সম্পাদক ইসরাত জাহান (দৈনিক প্রথম আলো), সাংগঠনিক সম্পাদক সিদ্ধার্থ চক্রবর্তী (দৈনিক জনবানী), কোষাধ্যক্ষ মো. লিখন ইসলাম (দৈনিক নয়া দিগন্ত), দপ্তর সম্পাদক মো. রিয়াজ হোসাইন (দৈনিক আমাদের সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফজলুল করিম সিয়াম ( দৈনিক কালের কণ্ঠ), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাঈদা জাহান খুকী ( দৈনিক আমার সংবাদ) এবং ক্রীড়া ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুমন গাজী (আজকের প্রবাহ)।
এছাড়াও কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন শাহীন সরদার (দৈনিক যুগান্তর), আতিকুর রহমান (দৈনিক বাংলা), তানিউল করিম জীম (দৈনিক কালবেলা)।
আরও পড়ুন: ঢাকার বাইরের সাংবাদিকদের বেতন কাঠামো তৈরি করার দাবি
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. রাফি উল্লাহ (বাংলাদেশ টাইমস) এবং আশিকুর রহমান (দৈনিক সমকাল)।
]]>