রোববার (১১ জানুয়ারি) সকালে নুরজাহান বেগমকে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (১০ জানুয়ারি) রাতে বাউফল থানায় অভিযোগ করেন ভুক্তভোগী ২ শিক্ষার্থী।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে অনিক (২০) নামের এক যুবক তার এক বান্ধবীকে বাসায় ডাকেন। ওই বান্ধবী অনিকের বাসায় যাওয়ার আগে তার আরেক বান্ধবীকে সঙ্গে নিয়ে যায়। সেখানে অনিক কৌশলে তাদের দুই বান্ধবীকে ধর্ষণ করে। এরপর ধর্ষিত দুই শিক্ষার্থী অনিকের মা নুরজাহান বেগমকে বিষয়টি জানায়। কিন্তু নুরজাহান বেগম বিষয়টি পুলিশকে অবহিত না করে কিংবা ভিকটিমকে চিকিৎসা সহায়তা না দিয়ে ছেলেকে পালিয়ে যেতে সাহায্য করেন।
অনিক উপজেলার মদনপুরা ইউনিয়নের খলিলুর রহমান ওরফে খোকনের ছেলে।
আরও পড়ুন: রাতের আঁধারে ঘরে ঢুকে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ভুক্তভোগী দুই শিক্ষার্থী থানায় অভিযোগ করার পর অনিকের মা নুরজাহান বেগমকে গ্রেফতার করা হয়েছে। আর অভিযুক্ত অনিককে গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য একটি প্রভাবশালী মহল উঠে তৎপরতা শুরু করেছে।

৫ দিন আগে
২








Bengali (BD) ·
English (US) ·