‘বাংলার মায়াভরা পথে’ হাঁটা থামলো কিংবদন্তি সংগীতশিল্পী প্রতুল মুখোপাধ্যায়ের। যিনি দুই বাংলার শ্রোতাদের পরম মমতায় শুনিয়েছিলেন সেই অমৃতগান- ‘আমি বাংলায় গান গাই’। একই গানে বলেছিলেন, ‘আমি বাংলার মায়াভরা পথে হেঁটেছি এতোটা পথ...’। সেই প্রতুল হাঁটা থামালেন শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ৮২ বছর বয়সে। খবর পশ্চিমবঙ্গের দৈনিক খবর প্রতিদিন-এর।
অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন প্রবীণ... বিস্তারিত