বাংলাবান্ধা দিয়ে নেপালে গেল ৪২ মেট্রিক টন ফ্রেস আলু

১ সপ্তাহে আগে
ভারত ও ভূটান থেকে বাংলাদেশে পাথর আমদানির পাশাপাশি বিভিন্ন পণ্য আমদানি-রফতানির পর এবার পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো নেপালে বাংলাদেশি ৪২ মেট্রিক টন ফ্রেস আলু রফতানি হয়েছে।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে বন্দরটি দিয়ে ‘থিংকস টু সাপ্লাইথ নামের একটি রফতানিকারক প্রতিষ্ঠান আলু রফতানি করেছে বলে জানা গেছে। বন্দর চালুর পর প্রথম বারের মতো ফ্রেস আলু রফতানি হয়েছে বলে রাতে সময় সংবাদকে বলেন স্থলবন্দরের উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জল হোসেন।


জানা গেছে, বাংলাদেশ থেকে ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাবান্ধা স্থলবন্দরটি। এ বন্দরটি দিয়ে মাঝে মধ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আমদানি-রফতানি হয়ে থাকলেও সব থেকে বেশি আমদানি করা হয় ভারত ও ভূটান থেকে পাথর। তবে এবার বন্দরটি দিয়ে নেপালে রফতানি করা হয়েছে বাংলাদেশি ৪২ মেট্রিক টন ফ্রেস আলু।

আরও পড়ুন: তেঁতুলিয়ায় বাস থামিয়ে তল্লাশি, ২১ লাখ টাকার হেরোইন জব্দ

উদ্ভিদ সংরক্ষণ কেন্দ্রের কোয়ারেন্টাইন ইন্সপেক্টর উজ্জল হোসেন আরও জানান, আলুগুলো রংপুর বিভাগের ঠাকুরগাঁও, দিনাজপুরসহ বেশ কয়েকটি এলাকা থেকে সংগ্রহ করে রফতানিকারক প্রতিষ্ঠান বন্দরে আনেন। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে ২টি ট্রাকে নেপালের ঝাপা বার্টামোড এলাকায় এপেকসা সবজি ভান্ডারের উদ্দেশ্যে বন্দরের প্রক্রিয়া শেয়ে রওনা হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন