বাংলাদেশ-শ্রীলঙ্কার এই সিরিজ দিয়ে শুরু হচ্ছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্র। সিরিজে লঙ্কানদের নেতৃত্ব দেবেন ধনাঞ্জায়া ডি সিলভা। অন্যদিকে সিরিজের প্রথম টেস্ট খেলে অবসরে যাবেন অ্যাঞ্জেলো ম্যাথুস।
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে বাংলাদেশের প্রতিপক্ষ যারা
শ্রীলঙ্কার ঘোষিত ১৮ সদস্যের স্কোয়াডে আছে নতুন ৬ মুখ। দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন- লাহিরু উদারা, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্ননায়েকে এবং ইশিতা বিজেসুন্দরা।
আরও পড়ুন: লাবুশেনকে অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ ক্রিকেটের বড় অংশ মনে করেন কোচ
এত পরিবর্তনের মাঝেও অভিজ্ঞ ব্যাটিং লাইনআপ ধরে রেখেছে টিম ম্যানেজমেন্ট। লঙ্কানদের হয়ে ইনিংসের সূচনা করবেন পাথুম নিসাঙ্কা। মিডল অর্ডারে আছেন অভিজ্ঞ দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস ও ধনঞ্জয়া ডি সিলভা।
শ্রীলঙ্কা স্কোয়াড: ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাতুম নিসাঙ্কা, ওশাদা ফার্নান্ডো, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, পাসিন্দা সুরিয়াবান্দারা, সোনাল দিনুশা, ইশিতা বিজেসুন্দরা, পবন রত্নানায়েকে, থারিন্দু রত্ননায়েকে, আকিলা দনাঞ্জয়া, মিলন রত্ননায়েকে, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্ডো, কাসুন রাজিতা
]]>