ভারত শক্ত প্রতিপক্ষ, তবে তারা শক্ত প্রতিপক্ষ হলেও তাদের হারানো সম্ভব বলে মনে করেন হাবিবুল বাশার। রোববার (৯ ফেব্রুয়ারি) এক অনুষ্ঠানে যোগ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি প্রসঙ্গে সংবাদমাধ্যমে কথা বলেছেন তিনি।
হাবিবুল বাশার বলেন, ‘প্রথমদিকে চাপে ফেলতে হবে। ভারত খুব ভালো দল, কিন্তু চাপে পড়তে পছন্দ করে না তারা। তবে আমরা কিন্তু দেখেছি চাপে কয়েকবার ভেঙে পড়তে।’
আরও পড়ুন: শান্তকে নিয়ে আশাবাদী আশরাফুল
হাবিবুল বাশার আরও বলেন, ‘আমার মনে হয়, তারা যখন বাংলাদেশের সাথে খেলে তারা একটু বাড়তি চাপে থাকে। দল যদি হিসেন করেন তাহলে ভারত দলকে শক্ত মানতে হবে। তারা এগিয়ে আছে, তাদের অনেক চ্যাম্পিয়ন খেলোয়াড়, ম্যাচ উইনিং খেলোয়াড় আছে। কিন্তু ভারত চাপে থাকে আমাদের সাথে খেলার সময়। আমরা যদি প্রথম বল থেকে চাপে রাখতে পারি তাহলে ভারতকে হারানো সম্ভব। আমরা এখন আগের থেকে ভালো দল। তো ভারতকে হারাতে পারবো না এমনটা মনে হয় না।’
আরও পড়ুন: ফাইনালের জন্য বিয়ে পিছিয়েছেন বেডিংহাম, বাবা যোগ দিলেন ব্যাচেলর পার্টিতে
সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের সুখস্মৃতি আছে। সেই মধুর স্মৃতি টেনে বাশার বলেন, ‘স্বপ্ন দেখলে তো ফাইনাল পর্যন্ত দেখা উচিৎ। দেখেন বৈশ্বিক টুর্নামেন্টে কিন্তু আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। বিশ্বকাপে আমাদের রেকর্ড খুব একটা ভালো নয়। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের রেকর্ড বেশ ভালো। আমরা এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছি। এবারও যে পারবো না তা কিন্তু নয়। যখন কোনও টুর্নামেন্ট খেলতে যাই মনের মধ্যে বা বুকের মধ্যে ওই সাহসটা নিয়ে যাওয়াই উচিৎ।’
]]>