বাংলাদেশের তথ্যপ্রযুক্তিখাতে বিনিয়োগে চীনের লাভ হবে: গভর্নর মনসুর

৩ সপ্তাহ আগে
বিশ্ববাজারে বাংলাদেশ আকর্ষণীয় একটি ব্যবসায়িক জোন উল্লেখ করে চীনের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর গুলশানে হুয়াওয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

 

বাংলাদেশ ব্যাক গভর্নর বলেন, বাংলাদেশে তথ্যপ্রযুক্তিখাতে বিনিয়োগে চীনের লাভবান হওয়ার সুযোগ রয়েছে। একইসঙ্গে দুদেশের পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলেও আশাবাদ জানিয়েছেন তিনি।  

 

এ সময় টেলিকমিউনিকেশন এবং প্রযুক্তি কোম্পানি চীনের হুয়াওয়ের সঙ্গে বাংলাদেশের প্রযুক্তিখাতে কাজ করার অনেক সুযোগ আছে বলে জানান আহসান এইচ মনসুর।

 

আরও পড়ুন: নতুন টাকা ছাপানো প্রসঙ্গে যা জানালেন গভর্নর

 

হুয়াওয়ের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল ইমদাদুল বারি বলেন, প্রান্ত থেকে কেন্দ্রের প্রতিটি মানুষকে ডিজিটাল সুবিধার আওতায় নিয়ে আসা হবে। ফাইভ-জি, ফাইবার অপটিক এবং ইনোভেশন হাবের মাধ্যমে দেশের প্রযুক্তিখাতকে আগামীতে আরও সমৃদ্ধ করারও প্রত্যাশা জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন