বাংলাদেশ-পাকিস্তানের এই সিরিজ শুরুর আগে দর্শকদের আগ্রহ নিয়ে শঙ্কা ছিল অনেক। তবে সেসব শঙ্কাকে একদম উড়িয়ে দিয়েছেন সমর্থকরা। লম্বা সময় পর ঘরের মাঠে আয়োজিত এই সিরিজকে নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার কোনো কমতি দেখা যায়নি। সিরিজের প্রথম ম্যাচে স্টেডিয়ামে দর্শকের ঢল নেমেছে। বিশেষ করে স্টেডিয়ামের ইস্টার্ন গ্যালারি, আবু সাইদ স্ট্যান্ড এবং ক্লাব হাউজ ছিল কানায় কানায় পরিপূর্ণ।
ভিআইপি গ্যালারিতেও দেখা গেছে দেশের জনপ্রিয় কিছু নাম। এর মধ্যে অন্যতম ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। বাংলাদেশের ক্রিকেটে রাজনৈতিক অঙ্গনের নেতৃত্ববৃন্দদের আগ্রহের বিষয়টি আগেও নজরে এসেছে। অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকেও প্রায়ই বিভিন্ন ক্রীড়াঙ্গনে দেখা যায়।সেই ধারাবাহিকতায় এবার এলেন মির্জা ফখরুল।
আরও পড়ুন: পাকিস্তান সিরিজে ইতিবাচক দর্শক প্রতিক্রিয়া, বিসিবির উদ্যোগে সাড়া
ম্যাচ শুরুর আগেই মাঠে এসেছিলেন ফখরুল। পাকিস্তানের ব্যাটিং ইনিংস পুরোটাই মাঠে বসে দেখেছেন তিনি। ইনিংস বিরতির পরপর মাঠ ছেড়েছেন বিএনপির শীর্ষস্থানীয় এই নেতা।
অন্যদিকে, সাবেক তারকাদের মধ্যে এদিন মাঠে ছিলেন মুশফিক। ছেলে সরোজ রহিম মায়ানও ছিলেন তারকা এই ক্রিকেটারের সঙ্গে।
২০০৬ সালে টি-টোয়েন্টিতে অভিষেক হয় মুশফিকের। ২০২২ সালের সেপ্টেম্বরে ১৬ বছরের ক্যারিয়ারকে বিদায় বলেন তিনি। এই ফরম্যাটে লম্বা সময় নেতৃত্বও দিয়েছেন তিনি।