বাংলাদেশের কাছে হারের দিনে নতুন দায়িত্ব পেলেন স্যামি

৩ সপ্তাহ আগে
ওয়েস্ট ইন্ডিজকে দুবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো অধিনায়ক তিনি। বর্তমানে পালন করছেন সাদা বলে ওয়েস্ট ইন্ডিজের কোচের দায়িত্বও। এবার নতুন দায়িত্ব পেলেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলেরও কোচের দায়িত্ব পেয়েছেন সাবেক এই অধিনায়ক।

গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) পরিচালক মাইলস বাসকম্বসেন্ট ভিনসেন্টে উইন্ডিজ ক্রিকেটের ত্রৈমাসিক সংবাদ সম্মেলনে স্যামিকে টেস্ট দলের কোচের দায়িত্ব দেয়ার কথা জানান। ফলে তিন সংস্করণেই ওয়েস্ট ইন্ডিজের কোচ হলেন ৪০ বছর বয়সী স্যামি।


তবে এখনই দায়িত্ব বুঝে পাচ্ছেন না স্যামি। আগামী ১ এপ্রিল আনুষ্ঠানিকভাবে টেস্ট দলের দায়িত্ব নেবেন তিনি। নতুন দায়িত্ব পেয়ে উৎফুল্ল এই সাবেক অধিনায়ক বলেন, ‘যেকোনো ভূমিকায় ওয়েস্ট ইন্ডিজের প্রতিনিধিত্ব করতে পারা সম্মানের। নতুন ভূমিকায় আমি নতুন দিক নির্দেশনা ও পরিকল্পনা নিচ্ছি।’


আরও পড়ুন: সাউদির বিদায়ী টেস্টে ইংল্যান্ডকে ৪২৩ রানের হারের লজ্জা নিউজিল্যান্ডের


 

Daren Sammy will be the Head Coach of all the Senior Men’s teams as of April 1, 2025.

Announcement made by CWI Director of Cricket Miles Bascombe at the Quarterly Press Conference in St Vincent moments ago.

— Windies Cricket (@windiescricket) December 16, 2024


গত বছর মে মাসে সাদা বলে ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচের দায়িত্ব পান স্যামি। ২০১২ ও ২০১৬ সালে ওয়েস্ট ইন্ডিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো এই অলরাউন্ডার টেস্টে আন্দ্রে কুলির স্থলাভিষিক্ত হচ্ছেন। সাদা বলের কোচ হিসেবে ২৮ ওয়ানডে ম্যাচে ১৫ জয়ের বিপরীতে ১২ ম্যাচে হেরেছেন স্যামি। আর টি-টোয়েন্টিতে ৩৫ ম্যাচের ২০টিতেই দলকে জয় এনে দিয়েছেন তিনি। তার অধীনে এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলে ওয়েস্ট ইন্ডিজ।


বাংলাদেশের বিপক্ষে সদ্য শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি হেরেছে স্যামির ওয়েস্ট ইন্ডিজ। 

]]>
সম্পূর্ণ পড়ুন