খ্রিষ্টীয় বড়দিন ও নতুন বছরের ছুটি শেষে সোমবার (৫ জানুয়ারি) জাতিসংঘ সদর দফতরে অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিং। ব্রিফিংয়ে উঠে আসে বিশ্বের বিভিন্ন দেশের চলমান গুরুত্বপূর্ণ বিষয়। ব্রিফিংয়ে বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন,
আমরা তা করি না, জাতিসংঘ নিজেও সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া পর্যবেক্ষক পাঠায় না।
তিনি আরও বলেন, ‘আমাকে খোঁজ নিতে হবে জাতিসংঘের কান্ট্রি অফিস নির্বাচনের ক্ষেত্রে কোনো প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কি না। এই সহায়তা সাধারণত আমরা দিয়ে থাকি।’
আরও পড়ুন: বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা
১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রে উত্তরণের পথে গুরুত্বপূর্ণ কি না জানতে চাইলে মহাসচিবের মুখপাত্র সরাসরি জবাব না দিয়ে বলেন, নির্বাচনে বাংলাদেশের জনগণের পাশে থাকবে জাতিসংঘ।
স্টিফেন ডুজারিক বলেন,
আমরা নির্বাচনে সমর্থন দেব এবং যা কিছু সম্ভব তা করব, যাতে বাংলাদেশের জনগণ তাদের দেশের জন্য তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্বাধীনভাবে প্রকাশ করতে পারে।
প্রেস ব্রিফিংয়ে ভেনেজুয়েলায় মার্কিন বিশেষ বাহিনীর অভিযান, ইরানে বিক্ষোভ ও ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনীর আগ্রাসনের বিষয়ে জাতিসংঘের বক্তব্যও তুলে ধরেন ডুজারিক।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·