বাংলাদেশে হিন্দু নেতাকে গ্রেফতারের প্রতিবাদে ভারতে হিন্দু সংগঠনগুলো বিক্ষোভ করেছে 

৩ দিন আগে
পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্বাঞ্চলে শিলিগুড়ি এবং কলকাতা শহরে হিন্দু ডানপন্থী গোষ্ঠীর সদস্যরা বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, বাংলাদেশে একজন হিন্দু নেতাকে গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে৷  ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস (ইসকন) এর সাথে যুক্ত হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক অভিযোগে সোমবার, ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দরে গ্রেফতার করা হয়।  নেতৃবৃন্দ চিন্ময় কৃষ্ণ দাসের অবিলম্বে মুক্তির দাবিতে বাংলাদেশী ডেপুটি হাইকমিশনে মিছিল করে যান  এবং প্রতিবেশী দেশে সংখ্যালঘুদের উপর সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে স্লোগান দেন।  অক্টোবরে এক সমাবেশে বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগে রাষ্ট্রদ্রোহের অভিযোগের মুখোমুখি হওয়া চিন্ময় দাসকে মঙ্গলবার, ২৬ নভেম্বর চট্টগ্রামের একটি আদালত জামিন নাকচ করেছে।  হিন্দু-সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী ভারত, বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নেতার গ্রেপ্তারের নিন্দা করেছে। নয়াদিল্লি সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার জন্য দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে।  জবাবে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সরকার বিচার বিভাগের কাজে হস্তক্ষেপ করে না, এবং বিষয়টি আদালতই দেখছে। রয়টার্স
সম্পূর্ণ পড়ুন