হলিউডের সিনেমা ভক্তদের জন্য আরও দুটি সাড়া জাগানো সিক্যুয়েল ছবি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। যার মধ্যে রয়েছে জনপ্রিয় জুরাসিক ওয়ার্ল্ড ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘জুরাসিক ওয়ার্ল্ড রিবার্থ’। ইউনিভার্সেল পিকচার্সের এই সিনেমার অন্যতম আকর্ষণ স্কারলেট জোহানসন। অন্যদিকে, গত ২০ জুন আন্তর্জাতিকভাবে মুক্তি পাওয়া হরর সিক্যুয়েল ‘টোয়েন্টি এইট ইয়ারস লেটার’ প্রথম দিনেই রেকর্ড সংখ্যক আয়... বিস্তারিত