টুকু বলেন, ‘পাকিস্তান আমাদের নির্যাতন করেছে, পাকিস্তান আমাদের শোষণ করেছে। এই শোষণের বিরুদ্ধে দেশের মানুষ এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছে।’
বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে সিরাজগঞ্জ জেলা বিএনপি আয়োজিত জুলাই আন্দোলনের বর্ষপূর্তি ও শহীদদের স্মরণে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: র্যাঙ্কিং পদ্ধতিতেই তত্ত্বাবধায়ক সরকার, সিদ্ধান্ত কমিশনের
এসময় পিআর পদ্ধতির সমালোচনা করে ইকবাল হাসান মাহমুদ টুকু আরও বলেন, ‘যে পিআর পদ্ধতির দেশের সাধারণ মানুষ বোঝে না, সেই পিআর পদ্ধতির কী দরকার। আমরা যে পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত হয়েছি, সেভাবেই ভোট করলেই তো হয়।’
সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত জনসভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।