বৈদ্যুতিক যানবাহনের অগ্রণী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশ সম্প্রতি আয়োজন করেছে তাদের নতুন মডেল BYD SEALION 6 হস্তান্তর অনুষ্ঠান। রাজধানীর বিওয়াইডি সার্ভিস সেন্টারে আয়োজিত এ আয়োজনে ছয় জন নতুন গ্রাহকের হাতে আনুষ্ঠানিকভাবে গাড়ির চাবি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর পরিবেশে সাজানো, যেখানে গ্রাহক এবং তাদের পরিবারের সদস্যদের স্বাগত জানানো হয় বিওয়াইডি বাংলাদেশ শোরুমে। সেখানে সিলায়ন সিক্স মডেলের... বিস্তারিত