বোর্ড সভাপতির বরাত দিয়ে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন অন্তবর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। যদিও প্রতিনিধি দল আসার বিষয়টি শতভাগ নিশ্চিত করেননি।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের তির্যক মন্তব্য আর ক্রিকেটারদের খেলা বর্জনের অবস্থানের মাঝে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে হাজির হয়েছিলেন আসিফ নজরুল। সেখানে বাংলাদেশের সাম্প্রতিক বিষয়ের পাশাপাশি কথা বলেন ক্রিকেটও নিয়েও।
এ সময় বিশ্বকাপ ইস্যুতে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, ‘আমি সর্বশেষ অবস্থা শুধু এইটুকুই জানি, আমাকে আমিনুল ইসলাম সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য। আমরা আমাদের অবস্থান থেকে সরার কোনো সুযোগ নাই।’
আরও পড়ুন: দায়িত্বশীল পদে থেকে ক্রিকেট নিয়ে অপমানজনক মন্তব্য করা দুঃখজনক: আসিফ নজরুল
এসময় ক্রীড়া উপদেষ্টা জানান, বাংলাদেশ বিশ্বকাপ খেলার বিষয়ে প্রচণ্ড আগ্রহী এবং আইসিসি চাইলে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়া সম্ভব।
তিনি বলেন, ‘আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতেই খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি
এর আগে ভারতের মাটিতে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আইসিসিকে মেইল পাঠিয়েছিল বিসিবি। এরপর দুই পক্ষের সঙ্গে এ বিষয়ে একাধিকবার আলোচনায় হয়। সবশেষ ভার্চুয়াল আলোচনায় যুক্ত হয়ে বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিল আইসিসি। তবে বোর্ড নিজেদের অবস্থানে অনড় বলেই জানিয়েছে।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·